
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভিক্ষুকের বসতঘর থেকে চুরি হওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা থানার জেহালা বাজার এলাকার ভিক্ষুক মোছাঃ জোসনা খাতুন (৬৮) প্রতিবন্ধী ছেলে মোবারককে সঙ্গে নিয়ে খাবার শেষ করে ঘরে তালা দিয়ে বাজারে যান। রাত সাড়ে ৯টার দিকে ফিরে এসে তিনি দেখতে পান ঘরের তালা ভাঙা এবং ভিক্ষা করে জমানো টিনের বাক্সে রাখা ৫০ হাজার টাকা চুরি হয়ে গেছে।
থানায় অভিযোগের মাত্র এক ঘণ্টার মধ্যে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে জেহালা এলাকার রাশেদুল ইসলাম রঞ্জু (৩৮) ও ভোলা হোসেন (৩৫) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ২৯ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি চুরি মামলা দায়ের হয়েছে।এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন,
“আইন-শৃঙ্খলা রক্ষায় আলমডাঙ্গা থানা সবসময় তৎপর রয়েছে। চুরির মতো অপরাধ ঘটলেই আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি। এ ঘটনায় মাত্র এক ঘণ্টার মধ্যে চুরি হওয়া টাকার বড় একটি অংশ উদ্ধার ও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”










