
মোঃআব্দুর রহমান হেলাল : ভোলার বোরহানউদ্দিনে ইসলামিয়া দাখিল মাদ্রাসার দুই ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তানহা (৮) ও মিম (১০)। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ মিলছে না।
নিখোঁজ তানহা পৌরসভার ৩নং ওয়ার্ডের প্রবাসী মো. কামাল ও নুপুরের মেয়ে এবং তৃতীয় শ্রেণির ছাত্রী। আর মিম পঞ্চম শ্রেণিতে পড়ে। মিমের বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে নুপুর তাকে নিজের মেয়ের মতো লালন-পালন করে আসছেন।
পরিবারের অভিযোগ
তানহার চাচা শাজাহান খন্দকার জানান, স্থানীয় দালালবাড়ীর কামাল ও ফাইমার সপ্তম শ্রেণির মেয়ের সঙ্গে তার ভাতিজি তানহা ও মিম বের হয়। ধারণা করা হচ্ছে তারা বরিশাল এলাকায় অবস্থান করছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশের বক্তব্য
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, “আমরা সব দিক খতিয়ে দেখছি। আশা করছি দ্রুতই তাদের উদ্ধার করা সম্ভব হবে।”
উদ্বিগ্ন জনমত
দুই বোন নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে চলছে শোক আর কান্নার মাতম। এলাকাবাসীও এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে। পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে— কেউ যদি তাদের সন্ধান পান, তবে 01837996107 অথবা 01729812252 নাম্বারে যোগাযোগ করতে।










