টেকনাফে পৃথক অভিযানে গাঁজাসহ আটক-১; পরিত্যক্ত ইয়াবা উদ্ধার।
Spread the love

জামাল উদ্দীন, কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ ১০ আগস্ট ২০২৫ইং সকাল সাড়ে ৬টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপি’র একটি টহলদল দমদমিয়া চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনাকালে চট্টগ্রাম হতে টেকনাফগামী সৌদিয়া বাস (চট্রমেট্রো-ব-১১-১১২৪) থামিয়ে তল্লাশি করে। এসময় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশিতে টেকনাফ বৌদ্ধঘোনার মৃত ফকির আহমদের পুত্র আব্দুল মান্নান (১৯) এর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ২কেজি গাঁজা এবং ব্যক্তিগত ব্যবহারের ১টি মোবাইল ফোন জব্দসহ তাকে আটক করা হয়।

‎উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামিকে প্রচলিত আইন অনুযায়ী টেকনাফ মডেল থানায় হস্তান্তর ও মামলা রুজু করা হয়েছে।

‎অপরদিকে ১০আগস্ট ২০২৫ইং সকাল সাড়ে ৭টারদিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপির আওতাধীন এলাকায় মায়ানমার হতে মাছ ধরার ছদ্মবেশে কিছু ব্যক্তি নাফ নদী হয়ে বাংলাদেশের জেলের বেশে অবস্থানরত দোসরদের নিকট অভিনব পন্থায় মাদক হস্তান্তরের চেষ্টা করবে। এই খবরের ভিত্তিতে পরিকল্পনা অনুযায়ী কৌশলগত স্থানে বিশেষ নৌটহল মোতায়েন করা হয়। পরে অভিযান চলাকালে নাফ নদীর মায়ানমার অংশে একটি নৌকার সন্দেহজনক গতিবিধি গোয়েন্দা নজরদারিতে পরিলক্ষিত হলে নিকটবর্তী নৌটহলকে দ্রুত অভিযানে নিয়োজিত করা হয়।বিআরএম-৪ হতে ৫ এর মধ্যবর্তী সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী স্থানে সন্দেহজনক নৌযানটিকে ধাওয়া করলে তা একটি প্লাস্টিকের ব্যাগ নদীতে ফেলে মায়ানমারের ভেতরে সরে যায়। ব্যাগটি উদ্ধার করে তন্মধ্যে বিশেষভাবে মোড়কজাত ৩০হাজার ইয়াবা পাওয়া যায়। ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

‎টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান (পিএসসি) জানান, চোরাকারবারীদের সনাক্তকরণ ও গ্রেফতারে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31