
আলমডাঙ্গা থানার গড়গড়ি গ্রামের মোঃ গোলাম খানের ছেলে মোঃ হাসান খানকে দেশীয় তৈরি অস্ত্র ও মাদকদ্রব্যসহ থানা পুলিশ গ্রেফতার করেছে। ওসি মাসুদুর রহমান পিপিএম-এর নেতৃত্বে এসআই মোঃ আলমগীর কবীর ও মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সহকারী অফিসার ও ফোর্স একটি অভিযান পরিচালনা করে গড়গড়ি সাকিনস্থ তৌফিক ফার্মেসীর সামনে থেকে হাসান খানকে গ্রেফতার করেন। তার কাছ থেকে একটি বড় কালো ছাতা উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল দুইটি ধারালো ছোরা (প্রতিটি ২৬.৫০ ইঞ্চি লম্বা), ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি স্মার্ট ফোন এবং মাদক বিক্রয়ের ৫,১৩০ টাকা। ওসি মাসুদুর রহমান পিপিএম বলেন, “আমরা আলমডাঙ্গা থানা পুলিশ হিসাবে জনসাধারণের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে অপরাধী দমনে কাজ করে যাচ্ছি। এই ধরনের অপকর্ম সমাজ থেকে নিশ্চিহ্ন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা ও সঠিক তথ্য দিলে অপরাধ দমনে আমরা আরও কার্যকরী ভূমিকা রাখতে পারবো।” গ্রেফতারকৃত হাসান খানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন মোতাবেক মামলা রুজু করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।










