বাংলাদেশের আমলাতন্ত্রের কমন চরিত্র যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা – নুরুল হক নুর 
Spread the love

মোঃ মনির মন্ডল, সাভারঃ আমরা বাংলাদেশের আমলাতন্ত্র বা প্রশাসনের যে কমন চরিত্র দেখি বৃষ্টি যেদিকে তারা সেদিকে ছাতা ধরে অর্থাৎ ক্ষমতার বাতাস যেদিকে যাবে সেদিকে তারা যাবে বলে মন্তব্য করেছেন গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক  ভিপি নুরুল হক নুর।সোমবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে জুলাইয়ের প্রতিশ্রুতি প্রত্যাশা বনাম বাস্তবতা শীর্ষক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাবি শাখা কর্তৃক আয়োজিত প্রবন্ধ লেখনী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন । নুরুল হক নুর এসময় আরো বলেন, আমলাতন্ত্ররা যদি আগেই ধারণা করে যে সামনে নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে তাহলে সেই দলের হয়ে কাজ করবে তাতে করে কিন্তু বর্তমান সরকারের কথা তারা শুনবে না। নির্বাচনে যদি সকল দল অংশগ্রহণ করে নিজেদের জনপ্রিয়তা যাচাই করে এটা ভালো কিন্তু আমলাতন্ত্ররা যদি ঝুঁকে পড়ে অন্যদিকে তাহলে তাহলে আমরা সেই সুযোগ পাবো না যদি প্রশাসন একদিকে হেলে থাকে। গত ১১ মাসে প্রশাসনের ফাংশনে বা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তেমন স্বাভাবিক হয়নি । সুতরাং এই পরিবেশটা তৈরি করতে হবে এই মুহূর্তে তারা যদি নির্বাচনের তোড়জোড় শুরু করে তাহলে হেতে বিপরীত হবে। বিগত সরকারের সময় যেগুলো ডামি নির্বাচন হয়েছে ওই পরিস্থিতি যদি এখন হয় তাহলে গ্রহণযোগ্য নির্বাচন মানুষের কাছে হবে না। কিন্তু মানুষ মনে করছে যে এনসিপির প্রতি সরকারের একটু পক্ষপাততুষ্ট ভূমিকা আছে কিন্তু যদি তারা ভাবে যে বিএনপি বড় দল ক্ষমতায় আসবে এনসিপি বিরোধী দল হবে এটা তাহলে ভুল, তাহলে দেশে নির্বাচন সুষ্ঠু হবে না এবং মহাসংকট আরও তৈরি হবে বলেও বলেন তিনি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের ঢাকা জেলা আহ্বায়ক এডভোকেট শেখ শওকত হোসেনসহ আরো অনেকে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31