
সাহিত্য জগতের অন্যতম পরিচিত মুখ, আলমডাঙ্গার হাটবোয়ালিয়ার অতি সজ্জন ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা ও হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক আবুল কাশেম মাস্টার (৭৫) আর নেই। তিনি আজ (রবিবার) বিকাল সাড়ে পাঁচটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের সাহসী এক যোদ্ধা, যিনি দেশের জন্য সম্মুখ সমরে লড়াই করে বীরত্বের স্বাক্ষর রাখেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন এবং দীর্ঘদিন হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন পাঠ্যপুস্তকের বাইরে তাঁর পরিচয় আরও বিস্তৃত। তিনি ছিলেন একজন প্রকৃত সাহিত্য অনুরাগী। অবসরের পর তিনি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন এবং বেশ কয়েকটি সাহিত্য সংগঠনের দায়িত্ব পালন করেন। তাঁর কণ্ঠে বক্তৃতা ও অনুষ্ঠান উপস্থাপনা ছিল মনোমুগ্ধকর ও হৃদয়গ্রাহী। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টারের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সহকর্মী, ছাত্র ও শুভানুধ্যায়ীরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন। পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার (৫ আগস্ট) সকাল ১০টায় হাটবোয়ালিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি দুই পুত্র সন্তান রেখে গেছেন। আমরা মরহুম কাশেম স্যারের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।










