
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হেলাল মিয়া (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (০৪ আগস্ট ২০২৫) ভোররাত ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ-এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে রায়ের বাজার আঠারো বাড়ী এলাকায় নান্দাইল চৌরাস্তা থেকে কেন্দুয়া মহাসড়কের উপর এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার হেলাল মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার লংকা পাতারিয়া গ্রামের বাসিন্দা। তল্লাশির সময় তার কাছ থেকে ২,৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট ছাড়াও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন।










