
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামে বাল্যবিবাহের অভিযোগ তুলে কথিত পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে ১০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে গত শনিবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে।
রোয়াকুলি গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেনের ছেলে রাসেল জানান, তার ভাই রাজিব হোসেন মালয়েশিয়া প্রবাসী। সম্প্রতি দেশে ফিরে পার্শ্ববর্তী পাঁচকমলাপুর ইউনিয়নে একটি সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন। বিয়ের আট দিন পর, গত শনিবার রাজিবের মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে এবং নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিয়ের বিষয়ে জানতে চাওয়া হয়।
দুপুরে পাঁচজন ব্যক্তি সাংবাদিক পরিচয়ে তাদের বাড়িতে হাজির হন এবং বাল্যবিবাহের অভিযোগ তুলে নানা ভয়ভীতি দেখাতে থাকেন। তারা বলেন, “বাল্যবিবাহ হয়েছে, আপনাদের বিরুদ্ধে মামলা হবে, জরিমানা হবে এবং রাজিবের বিদেশ যাত্রা বন্ধ করে দেওয়া হবে।” পরে ভয় পেয়ে পরিবারের সদস্যরা তাদের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। টাকা নেওয়ার পরপরই তারা দ্রুত বাড়ি ত্যাগ করেন।
রাসেল আরও বলেন, “আমার ভাইয়ের বয়স ২৮ বছর। তার বিয়ের সময় কোনো আপত্তি ওঠেনি। এখন হঠাৎ করে সাংবাদিক পরিচয়ে এসে চাঁদা তোলার চেষ্টা চালানো হচ্ছে। ওরা আসলেই কি সাংবাদিক? এদের পরিচয় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।”
এ বিষয়ে স্থানীয়ভাবে অনুসন্ধান করেও অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার যথাযথ তদন্ত ও অভিযুক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।










