
জেলা প্রতিনিধি, পিরোজপুর:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সেনাবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার (ডিজিএফআইসহ) ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. সোহেল (২৮) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।বুধবার (৩১ জুলাই) সকাল ৯টা ৫০ মিনিটে মঠবাড়িয়া উপজেলার বকসির ঘটিচোড়া গ্রামে তার শ্বশুরবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি পটুয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম বারেক হাওলাদার।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. সোহেল দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনীর সদস্য ও ডিজিএফআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। তিনি গত ৫ আগস্টের পর থেকে শ্বশুরবাড়ি এলাকায় অবস্থান করে এই ভুয়া পরিচয়ে দুটি বিবাহ করেন।এছাড়াও, সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে বকসির ঘটিচোড়া গ্রামের কৃষ্ণ চন্দ্র দাসের স্ত্রী হাসি রানী দাসের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন এবং তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয়রা জানান, সোহেল নিজেকে “আর্মির বড় অফিসার” পরিচয়ে বিভিন্ন চায়ের দোকানে ঘুরে বেড়াতেন এবং সেনা ক্যাম্পের জন্য তথ্যানুসন্ধানের নামে এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন প্রশ্ন করে বিভ্রান্ত করতেন।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, সোহেল বর্তমানে থানায় আটক রয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুতই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সকলকে এ ধরনের প্রতারক থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।










