
তৌহিদ, মাগুরা : মাগুরার বহুল আলোচিত নিহত হতদরিদ্র আছিয়ার পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আছিয়ার পরিবারকে দুটি বাছুর এবং একটি গোয়ালঘর উপহার দেওয়া হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার পরিবারের কাছে আনুষ্ঠানিক ভাবে উপহারটি পৌঁছে দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। এ সময় জেলা জামায়াতের আমির এমবি বাকের, সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিনসহ জামায়াতের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।ইতিপূর্বে আছিয়ার মৃত্যুর পর তাঁর দরিদ্র পরিবারকে সান্ত্বনা জানাতে সরাসরি বাড়িতে যান জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আছিয়ার মাকে স্বাবলম্বী করার জন্য একটি গোয়ালঘর ও দুটি গরু দেওয়ার প্রতিশ্রুতি দেন। বুধবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে আছিয়ার পরিবারের পাশে দাঁড়ালো জামায়াত। স্থানীয়দের মতে, এ সহায়তা আছিয়ার পরিবারের জন্য নতুন আশার আলো হিসেবে কাজ করবে।










