বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মীসভা ও সদস্য ফরম বিতরণ
Spread the love

ববি প্রতিনিধি:  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিমের উদ্যোগে সদস্য ফরম বিতরণ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কর্মী সম্মেলন। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলরুমে এ কর্মী সম্মেলন শুরু হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শিক্ষার্থীরা কেমন কমিটি চান, তা জানার পর আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, আগ্রহী শিক্ষার্থীদের মাঝে সদস্য ফরম বিতরণ এবং পূরণ করা ফরম জমাদানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান রিংকু ও তারেক হাসান মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন ববি ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সভাপতি রেজা শরীফ, সহ-সভাপতি সাইদুল ইসলাম সাইদ ও লোকমান রাব্বি, সিনিয়র যুগ্ম-সম্পাদক তানভীর রহমান তুলিব, যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক রউফুন রীশাদ হামিমসহ সাবেক কমিটির নেতৃবৃন্দ এবং প্রায় ৩০০ নবীন শিক্ষার্থী।

প্রধান অতিথির বক্তব্যে সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু বলেন, “জেনে ভালো লাগছে, ববি ছাত্রদলের নেতাকর্মীরা অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, ক্যাম্পাস পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও সামাজিক সচেতনতামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। নিষিদ্ধ সংগঠন ও গুপ্ত বাহিনী সবসময় ছাত্রদলের নামে প্রোপাগান্ডা ছড়াতে চায়। এদের কোনোভাবেই দলের মধ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “আগামী কমিটিতে ৫ আগস্টের আগের ত্যাগী নেতাকর্মীদের পাশাপাশি নতুন, সৎ, যোগ্য ও আদর্শবানদের মূল্যায়ন করা হবে।”

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান রিংকু বলেন, “ছাত্রদল কখনো আপস করে না। গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলের ত্যাগ ও সাহসিকতার ইতিহাস গৌরবময়। কিছু সুবিধাবাদী এখন নিজেদের বিপ্লবী দাবির আড়ালে ছাত্রলীগের অতীত ঢাকার চেষ্টা করছে। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের এদের থেকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “ছাত্রদল একটি পরিচ্ছন্ন, আদর্শিক ও গণতান্ত্রিক শক্তি। যারা রক্ত ও সাহসিকতা দিয়ে রাজপথ কাঁপিয়েছে, তারাই ছাত্রদলের প্রকৃত শক্তি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন করবে এখানকার কর্মীরাই।”

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন বলেন, “বর্তমানে ছাত্রদলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করার চেষ্টা চলছে। সরকারবিরোধী হলেও প্রতিটি ঘটনার দায় বিএনপির ঘাড়ে চাপানো হয়, অথচ প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী অনাগ্রহ দেখায়।”

তিনি আরও বলেন, “সম্প্রতি ঢাবি শিবিরের ব্যানারে যেভাবে পরিবার নিয়ে মিছিল হয়েছে, তা হাস্যকর। এইসব বাহিনীর মাধ্যমে ছাত্রদলের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চলছে। নাটোরে চাঁদাবাজির সময় জামায়াতকর্মীদের হাতেনাতে ধরা পড়া এর প্রমাণ।”

জুলাই-আগস্টের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “এই আন্দোলন সর্বস্তরের মানুষের। কিন্তু কিছু নব্য রাজনৈতিক গোষ্ঠী নিজেদের একক কৃতিত্ব দেখাতে চায়, যেমন শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন। ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি মানবিক শক্তি। মানবিকতা ও আদর্শিক শক্তি দিয়েই ছাত্রদল এগিয়ে যাবে।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31