
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল থানায় ছয় মাসের যমজ শিশুসহ এক নারীকে হাজতে আটকে রাখার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার।
পুলিশ সূত্রে জানা গেছে, ওসি আনোয়ার হোসেন কিছুদিন ধরেই নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ৬ মাসের যমজ সন্তানসহ এক নারীকে গভীর রাতে আটক করে থানায় এনে হাজতে রাখা। এছাড়া এক সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির বাবাকে মামলা না করার সিদ্ধান্ত সত্ত্বেও থানায় ডেকে এনে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়। এর ফলে তিনি নিজের ছেলের জানাজায়ও অংশ নিতে পারেননি।
জানা যায়, গত ৯ জুলাই রাতে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের নিজবানাইল গ্রামের বাসিন্দা মোঃ বায়োজিদের স্ত্রী নিশিদ আক্তারকে আটক করে নান্দাইল থানা পুলিশ। আটক করার সময় তিনি অনুরোধ করলেও তাকে যমজ সন্তানসহ থানায় নিয়ে যাওয়া হয় এবং হাজতে রাখা হয়। পরদিন থানা কর্তৃপক্ষ দুই শিশুসন্তানসহ ওই নারীর ছবি তাদের নিজস্ব ফেসবুক পেজে প্রকাশ করে, যা সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দেয়।
ঘটনার পর গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ময়মনসিংহের পুলিশ সুপার একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ওসি আনোয়ার হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই অমানবিক আচরণের নিন্দা জানাচ্ছেন বহু মানুষ










