বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে মহেশপুরে বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা
Spread the love

মোঃ মুনাইম হোসেন : বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস-২০২৫ উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর উদ্যোগে একটি জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৫টা থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত বাঘাডাংগা বিওপি’র আওতাধীন জিন্নাহনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রফিকুল আলম, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, বাঘাডাঙ্গা কোম্পানি কমান্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ১৫০ থেকে ২০০ জন স্থানীয় জনসাধারণ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মানব পাচার একটি মানবতা বিরোধী জঘন্যতম অপরাধ। এই অপরাধ প্রতিরোধ করা আমাদের সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব। যারা নিজের বাসায় মানব পাচারকারীদের আশ্রয় দেয় বা বিভিন্নভাবে সহায়তা করে, তারাও এই অপরাধের সমান অংশীদার।”তিনি আরও বলেন, “মিথ্যা প্রলোভনে পড়ে কেউ যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে। যারা বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে ধোঁকা দেয়, তারা সমাজ ও দেশের শত্রু। মানব পাচারকারীরা মুখোশধারী প্রতারক—তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে।”এসময় তিনি স্থানীয় জনগণকে মানব পাচার প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি পরিচয় গোপন রেখে পাচারকারীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। সেই সঙ্গে গডফাদার, দালাল, পাচারকারীদের আশ্রয়দানকারী এবং যাতায়াতে সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান।সভা শেষে স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং মানব পাচার প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।বিজিবি অধিনায়ক জানান, ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক সভা ও কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31