মাগুরার মহম্মদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা আদায়
Spread the love

তৌহিদ, মাগুরা :মাগুরা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয় কর্তৃক মহম্মদপুর উপজেলার বাজার এলাকার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার ২৯ জুলাই বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে ফার্মেসি ও মুদিদোকানসহ অন্যান্য বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান সমূহে তদারকি করা হয়। এসময় মেসার্স মোল্লা স্টোর নামক মুদিদোকান প্রতিষ্ঠানে তদারকিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণসহ অন্যান্য অপরাধে প্রতিষ্ঠানটির মালিক এনামুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৫,০০০টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ফার্মেসিসহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান সমূহে অভিযান পরিচালনা করা হয়। এসময় মেসার্স রাজু ফার্মা নামক একটি ফার্মেসিতে তদারকি করা হয়। তদারকিকালে ফার্মেসির র‍্যাক থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ জব্দ করা হয়। মেয়াদ উত্তীর্ণ ঔষধ র‍্যাকে সংরক্ষণ করে বিক্রয় ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয়ের অপরাধে মালিক সৈয়দ আব্দুল্লাহ ফারুককে ৫১ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।অভিযানে মোট ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে সর্বমোট ৫৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া পরবর্তীতে অন্যান্য বিভিন্ন পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। কেউ যেন অযৌক্তিকভাবে কোন পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয়। সবশেষে বাজার কমিটির মাধ্যমে সবাইকে নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: রবিউল ইসলাম, মহম্মদপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মতামত ব্যাক্ত করেন মাগুরা জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31