
আল আমিন
জয়পুরহাট প্রতিনিধি:
আজ শনিবার, পাঁচবিবি উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পারফরম্যান্স বেইজড গ্র্যান্ট ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় ৩৭ জন অতি মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই কর্মসূচি বাস্তবায়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।
২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের সরাসরি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে বাছাই করে এ সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার হিসেবে প্রতিটি নির্বাচিত শিক্ষার্থীকে একটি করে সম্মাননা সনদ, একটি ক্রেস্ট এবং ১০ হাজার টাকা প্রদান করা হয়। পুরস্কারের অর্থ শিক্ষার্থীদের মোবাইল একাউন্টে সরাসরি পাঠানো হয়েছে।
পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন।
এ সময় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগায়










