
রবিবার, জুলাই ২৭, ২০২৫: ঢাকায় নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়াহ রবিবার স্টেট গেস্ট হাউস যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।প্রধান উপদেষ্টা বাংলাদেশে দায়িত্বভার গ্রহণের জন্য সৌদি রাষ্ট্রদূতকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং তার আমলে বাংলাদেশ ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন।তিনি বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূতের আমলে তার সরকারের সহযোগিতার অঙ্গীকারও করেন।বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের গভীরতা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন সেক্টরে সহযোগিতা বাড়িয়ে এই সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।তিনি প্রস্তাব করেন যে সৌদি আরব বাংলাদেশের ভূ-পোশাক, সস্তা শ্রম এবং দেশের সম্পদ ব্যবহার করে বাংলাদেশে তাদের উৎপাদন খাত প্রতিষ্ঠার বিষয়ে বিবেচনা করতে পারে।এ ব্যাপারে তিনি তেল শোধনাগার, স্বাস্থ্যসেবা খাত, স্বাস্থ্য শিক্ষা খাত এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সহ শক্তি খাতে সৌদি বিনিয়োগের আহ্বান জানান।প্রতিক্রিয়ায় বাংলাদেশের সঙ্গে দেশের গভীর সম্পর্কের কথা উল্লেখ করেন সৌদি রাষ্ট্রদূত। তিনি বলেন, সৌদি বিনিয়োগকারী কোম্পানি রেড সী গেটওয়ে টার্মিনাল পতেঙ্গা কনটেইনার টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে জড়িত।তিনি বলেন, সৌদি সরকার বাংলাদেশের বিভিন্ন শহরে একটি আরবি ভাষা ইনস্টিটিউট ও ৮টি মসজিদ নির্মাণে ২০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে।অক্টোবর মাসে রিয়াদে অনুষ্ঠিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ফোরামের ৯ম বৈঠকে অংশগ্রহণের জন্য সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পত্র হস্তান্তর করেন সৌদি রাষ্ট্রদূত।বিশেষ দিনে বাংলাদেশ-সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করায় সৌদি ক্রাউন প্রিন্সের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।প্রধান উপদেষ্টা 2024 সালের জুলাই থেকে সৌদি রাষ্ট্রদূতকে গ্রাফিটি সংগ্রহ উপহার দিলেন।এ উপলক্ষে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।










