
তৌহিদ, মাগুরা: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও একটি মর্যাদাভিত্তিক, ন্যায্য ও সমতাভিত্তিক সমাজ গঠনের আহ্বানে সারাদেশব্যাপী একযোগে মাগুরা জেলাতেও অনুষ্ঠিত হলো “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান”।
শনিবার ২৬ জুলাই ঢাকাসহ দেশের সকল জেলায় একযোগে এই শপথ পাঠ অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের যৌথ অংশগ্রহণে জেলা অডিটোরিয়ামে ভার্চুয়ালি এই অনুষ্ঠানের সাথে মাগুরা জেলা সংযুক্ত হয়।
এসময় মাগুরা জেলা অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম এছাড়াও জেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, শহিদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, নারী নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, শপথ পাঠের মাধ্যমে অংশগ্রহণকারীরা বৈষম্যহীন বাংলাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, নারীর মর্যাদা রক্ষা ও একটি সহানুভূতিশীল, বৈষম্যহীন সমাজ গঠনে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়










