
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে মোট ২৪ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের পুলিশ সুপার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম তার সংগীয় অফিসার ও ফোর্সসহ প্রথম অভিযানটি পরিচালনা করেন।
অভিযান চালিয়ে শুক্রবার ২৫ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নান্দাইল থানাধীন নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ডাচ-বাংলা বুথের সামনে পাকা রাস্তা থেকে ২৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ আশিকুজ্জামান ওরফে রুবেল (৩৫), পিতা- মৃত লিয়াকত আলী, মাতা- আনোয়ারা বেগম, সাং- উত্তর জালুয়া (পাঁচপাড়া), থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে একইদিন রাত ৮টা ৩৫ মিনিটে গৌরীপুর উপজেলার বেলতলী বাজারে বকুল ফার্মেসির সামনে থেকে ২০০ পিস ইয়াবাসহ মোঃ রাসেল মিয়া (২২), পিতা- মৃত সাহেদ আলী, মাতা- মোছাঃ জামেনা খাতুন, সাং- মনাটি (দড়িপাড়া), থানা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহকে গ্রেপ্তার করেন এসআই (নিঃ) পিন্টু কুমার রায় এবং তার টিম।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দু’জনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাদকের উৎস ও সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানা ও গৌরীপুর থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে










