
শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে ছড়িয়ে দিতে কর্মীসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (২৪ জুলাই) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পৃথক পৃথক এই কর্মীসভাগুলো অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে আরও সুসংগঠিত এবং গতিশীল করতে এই সভাগুলো আয়োজন করা হয়। দিনব্যাপী এসব কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।
কর্মীসভাগুলোতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভায় উপস্থিত বক্তারা আগামী আন্দোলন-সংগ্রামে তৃণমূল পর্যায়ের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমেদ টিটো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ গণতন্ত্র রক্ষার লড়াইয়ে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিশ্বাস করি জনগণের শক্তিই হচ্ছে প্রকৃত রাজনীতি। এই আন্দোলন শুধু কোনো দলের নয়, এটি দেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। তাই সবাইকে দলমত নির্বিশেষে গণতন্ত্রের বিজয়ের পথে শামিল হতে হবে। তৃণমূলের সাহসী নেতাকর্মীরাই এ সংগ্রামের প্রকৃত শক্তি আপনারা ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত।
তিনি আরও বলেন, বিএনপি কখনোই আন্দোলনের পথ ছেড়ে যায়নি, যাবে না। গণতন্ত্রের বিজয় এবং মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় আমাদের এই লড়াই চলবেই।
সভায় আরও উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও জসিম খান, সহ-সভাপতি আব্দুল বারেক, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান লিটন, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি নায়েব আলী, পারখী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জিন্নাহসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।










