
শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় ঘটেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে উত্তরবঙ্গগামী আল – বাকারা পরিবহন এর একটি বাস এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাসটির একটি চাকা বিস্ফোরিত হয়। এর ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি পরিবহনের একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
ধাক্কার পর বাসটি সড়কের আইল্যান্ডের ওপরে উঠে যায় এবং বিআরটিসি ট্রাকটি ছিটকে গিয়ে পড়ে পাশের চৌরঙ্গী বিল্ডিং-এর ড্রেনের উপর। ঐ স্থানে প্রতিদিনই শত শত পথচারী ও সাধারণ মানুষ চলাচল করেন, ফলে বড় ধরনের প্রাণহানির সম্ভাবনা থাকলেও সৌভাগ্যবশত তা হয়নি।
তবে দুর্ঘটনায় বাসের হেলপার গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তার দুই পা ঘটনাস্থলেই মারত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয় । আহত অন্যান্যদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনার পর এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় পুলিশ নিরলসভাবে কাজ করে যান চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, এলেঙ্গা এলাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির যানবাহন এবং যত্রতত্র যানবাহন থামানো এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন তারা।










