
ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক মোস্তাফিজুর রহমান রেজভী আর নেই।ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১২:৩০ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন…)। তিনি বারহাট্টা উপজেলার জিথন গ্রামের মৌজালী খাঁ এর ছেলে।পারিবারিকসূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ধানমন্ডি নিজস্ব বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে দ্রত ঢাকা স্কয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপি’র সহ-সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, বারহাট্টা উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্যের দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করে গেছেন। তাঁর মৃত্যুতে বারহাট্টা উপজেলা বিএনপির নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমেদ কমল দলের পক্ষে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন ও দলের পক্ষ থেকে শোক বার্তা প্রেরণ করেছেন। সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম. এ. আউয়াল জানান, আমাদের বারহাট্টা দক্ষিণ অঞ্চলের একজন দায়িত্বশীল পরোপকারী, বিনয়ী, নম্র, ভদ্র, হাস্যময় অভিভাবক হারালাম। আমি উনার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।










