ময়মনসিংহে বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,আদর্শ নগরী গঠনে গুরুত্বারোপ
Spread the love

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির নবগঠিত সমন্বয় সভা মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, চার জেলার জেলা প্রশাসক, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, কিশোর অপরাধ ও মাদক প্রতিরোধ, যৌন হয়রানি ও ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ময়মনসিংহ-জামালপুর বাস চালু করার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতি মোঃ মোখতার আহমেদ বলেন, “আপনাদের সম্মিলিত সহযোগিতা থাকলে ময়মনসিংহকে একটি আদর্শ নগরীতে পরিণত করা সম্ভব।” তিনি আরও জানান, ২৪ জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে ‘মেমরি স্ট্যাম্প’ নির্মাণ এবং জুলাই অভ্যুত্থানের স্মৃতি উদযাপনের উদ্যোগ নেওয়া হবে।

সভায় শম্ভুগঞ্জ ব্রিজের টোল প্লাজা পুনরায় চালুর বিষয়ে প্রেরিত মন্ত্রণালয়ের প্রস্তাবও আলোচনা হয়। সকলেই একবাক্যে এর বিরোধিতা করেন এবং বলেন, টোল পুনরায় চালু হলে জনগণের মধ্যে সরকারের ওপর অনাস্থা তৈরি হতে পারে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি বলেন, “পুলিশ জনগণের আস্থার প্রতীক। আমাদের লক্ষ্য কথা নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা।” তিনি ধর্ষণ প্রতিরোধে মসজিদের ইমামদের শুক্রবারের খুতবায় সচেতনতামূলক বার্তা দেওয়ার আহ্বান জানান।

সভাপতি সকলের প্রতি আহ্বান জানান, দল-মত নির্বিশেষে এক হয়ে কাজ করলে ময়মনসিংহ একটি শান্তিপূর্ণ ও উন্নত বিভাগ হিসেবে গড়ে উঠবে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31