
মোঃ সুমন হোসেন
মান্দা উপজেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় কশব ইউনিয়নের তালপাতিলা এলাকার একটি ফসলের মাঠে পড়ে থাকা বস্তার ভেতর থেকে মো. আজিজ সরদার (৫০) নামে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২১ জুলাই) সকালে তালপাতিলা গৌরাঙ্গ বিল এলাকায় ধানক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকেরা তাকে উদ্ধার করেন। উদ্ধারকৃত আজিজ সরদার তালপাতিলা গ্রামের মৃত সানাউল্লাহ সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী কৃষক আব্দুর রকিব জানান, সকালে মাঠে সার দিতে গিয়ে একটি বস্তা নড়াচড়া করতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি কাছে গিয়ে দেখতে পান, বস্তার ভেতরে একজন মানুষ হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।
চিকিৎসাধীন অবস্থায় মো. আজিজ সরদার জানান, দীর্ঘদিন ধরে তার সৎভাই নাসির উদ্দিন মোল্লার সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। বিষয়টি একাধিকবার স্থানীয় সালিশে উঠলেও কোনো সমাধান হয়নি।
আজিজ বলেন, গতকাল রাতে তালপাতিলা মোড়ের মসজিদে এশার নামাজ পড়ে বের হওয়ার পর মোজাম্মেল হক মুজাম ও ইয়াদ আলী গল্প করার কথা বলে আমাকে ডেকে নেয়। কিছুদূর যাওয়ার পর হঠাৎ পেছন থেকে কেউ লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর দেখি আমি একটি বস্তার মধ্যে, হাত-পা ও মুখ বাঁধা।
পরিবারের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা, যার পেছনে রয়েছেন সৎভাই নাসির উদ্দিন মোল্লা ও তার ঘনিষ্ঠ সহযোগীরা।
অভিযুক্ত নাসির উদ্দিন মোল্লার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, এটি জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধের জের। এ বিষয়ে ইতোমধ্যে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে










