আলমডাঙ্গায় পৃথক মাদক ও চুরি মামলায় আটজন গ্রেফতার
Spread the love

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরির ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন মাদক মামলার আসামি ও তিনজন চুরি ও ডাকাতির প্রস্তুতির মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

গতকাল (১৮ জুলাই) স্টেশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন—
স্টেশনপাড়া গ্রামের মোঃ রেজাউল হোসেনের পুত্র মোঃ রুবেল হোসেন (২৮),
নিউ জুম্মাপাড়া (বর্তমানে স্টেশনপাড়া রেলস্টেশন সরকারি প্লাটফর্ম) এলাকার মৃত মজনু আলীর পুত্র মোঃ মোমিন মিয়া (২৬),
এবং গোবন্দিপুর এক্সচেঞ্জে পাড়া গ্রামের মৃত আবদে আলীর পুত্র মোঃ কামরুজ্জামান (৩৫)।

এর আগে ১৭ জুলাই একই আইনের আওতায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
স্টেশনপাড়া গ্রামের রেজাউল হকের স্ত্রী মোছাঃ মুন্নি খাতুন (৫৫)
এবং মুন্সিগঞ্জ গ্রামের মৃত মধু সরদারের পুত্র মোঃ তারেক সরদার (৪০)।

এদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে, চুরির অভিযোগে আলমডাঙ্গা থানা পুলিশের আরেক অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—
জয়রামপুর (গাতিরপাড়া) গ্রামের মৃত আলতাফ হোসেনের পুত্র মোঃ সাদ্দাস হোসেন (২৫), যিনি বর্তমানে ষ্টেশনপাড়ায় শ্বশুর হাসেমের বাড়িতে বসবাস করছেন;
এবং জুগিরহুদা গ্রামের হাসিবুল বিশ্বাসের পুত্র ওমর ফারুক ওরফে মানিক (৩৮)।
তাদের বিরুদ্ধে ২৮ জুন ২০২৫ তারিখে দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া ৭ জুন ২০২৫ তারিখে ডাকাতির প্রস্তুতির মামলায় আরও দুজনকে আটক করে থানা পুলিশ। তারা হলেন—
গোবিন্দপুর মন্ডল পাড়া গ্রামের মৃত আইজুদ্দিনের পুত্র মোঃ শাহাবুল (৪৫)
এবং কার্পাসডাঙ্গা এলাকার মৃত ফকির মাহমুদের পুত্র মোঃ আব্দুস সালাম (২৬)।
তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, “অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ও চুরি প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হচ্ছে।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31