
মোঃ সুমন হোসেন মান্দা :: বৃহস্পতিবার (১৭ই জুলাই ) সকাল ১১টায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আখতার জাহান সাথীর সাথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মান্দা উপজেলা শাখা র সভাপতি মোঃ আঃমজিদ মন্ডল সম্রাট, সিনিয়র সহ-সভাপতি আঃ কাইয়ুম , সাধারণ সম্পাদক ফজলুল করিম সবুজ , যুগ্ম সম্পাদক শরীফ উদ্দিন , সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান সজীব, দপ্তর সম্পাদক মোঃ রইচ উদ্দিন আহম্মেদ, কোষাধক্ষ্য উৎপল কুমার, প্রচার সম্পাদক মোঃ সুমন হোসেন, কার্যনির্বাহী সদস্য ওয়াসিম রাজু,আলমগীর হোসেন, আবুল কাশেম,গোলাম রাব্বানী, হাবিব আমজাদ সহ প্রমুখ।
উক্ত সভায় নবাগত ইউএনও আখতার জাহান সাথী সাংবাদিকদের সাথে তাঁর দায়িত্ব পালনে সহযোগিতা পরস্পরের কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, আমি আশা করি সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবশনের মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। যদি কোনো দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসে, তা আমাকে দ্রুত জানাবেন। আমি আপনাদের সহযোগিতার জন্য সঙ্গে থাকবো ।এ সময় তিনি সরকারি কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সবার অংশগ্রহণের আহ্বান জানান। সাংবাদিকরা ইউএনও’র বক্তব্যকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়নে একযোগে কাজ করার আশ্বাস দেন।










