
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক হয়েছেন কুখ্যাত মাদক কারবারি মুন্নি খাতুন (৫৫) ও তার সহযোগী মো. তারেক সরদার (৪০)। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনপাড়া এলাকার চুয়াডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে এক দোকানের সামনে অভিযান চালায় পুলিশ। অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ উক্ত দুজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত মুন্নি খাতুন, স্টেশনপাড়া এলাকার বাসিন্দা, যার বিরুদ্ধে আগে থেকেই অন্তত ৯টি মাদক মামলা রয়েছে। এসব মামলার একাধিকটি বর্তমানে বিচারাধীন রয়েছে। এলাকাবাসীর কাছে তিনি ‘মাদক সম্রাজ্ঞী’ নামে পরিচিত। অপরদিকে, মুন্সিগঞ্জ গ্রামের মৃত মধু সরদারের ছেলে তারেক সরদারও একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এরমধ্যে কয়েকটি মামলায় চার্জশিট দাখিলও হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং এলাকার যুবসমাজকে রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে তারা স্থানীয়দের মতে, স্টেশনপাড়া দীর্ঘদিন ধরে মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। মুন্নি খাতুন ও তারেক সরদারসহ কয়েকজনের দাপটে সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পেত। তবে পুলিশের এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে। আলমডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, এই চক্রের আরও সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।










