
জুলাই শহীদ দিবস উপলক্ষে আলমডাঙ্গায় আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাইয়ের অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানটি বুধবার বাদ যোহর আলমডাঙ্গা পৌরসভার জান্নাতুল বাকি মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শাহাদত বরণকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে এবি পার্টির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ছাড়াও ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির নেতা মুসাব ইবনে শাফায়েত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম তুহিন, শাহাদাত ইসলাম সাম্য এবং বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় নেতা ও আলমডাঙ্গার সন্তান রাকিব মাহমুদ, সাদী হাসান ও সাব্বির রহমান ফিরোজ।এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ পার্থিব হাসান, আরাফাত রহমান, আতিকুজ্জামান মেরাজ ও আবদুল্লাহ নোমান প্রমুখ।আলোচনা শেষে বক্তব্য রাখতে গিয়ে মুসাব ইবনে শাফায়েত বলেন, “কল্যাণমুখী রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়নে আমাদের স্থানীয় পর্যায় থেকে কাজ করতে হবে। সেই লক্ষ্যে আলমডাঙ্গাকে নতুন করে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।” আয়োজকরা জানান, শহীদদের আদর্শকে বুকে ধারণ করে এবি পার্টি ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যাবে।










