
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুলাই ২০২৫ তারিখে সন্ধ্যা ১০টা ১০ মিনিটে কৃষ্ণপুর গ্রামের মুন্সিগঞ্জ পশুহাট যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ সিতাব মন্ডলের ছেলে মোঃ আশিক রহমান (২৬), কৃষ্ণপুর, আলমডাঙ্গা এলাকা থেকে ১৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।গ্রেফতারের সময় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) সারণি ২৯(ক) মোতাবেক আলমডাঙ্গা থানায় মামলা নং-১৯, তারিখ- ১৪/০৭/২০২৫ রুজু করা হয়েছে।থানা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছর মাদকবিরোধী অভিযানে আলমডাঙ্গা থানা পুলিশের বিভিন্ন সফল অভিযানের মাধ্যমে এলাকায় মাদকমুক্তির চেষ্টা অব্যাহত রয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনসাধারণের সহযোগিতা কামনা করে বলেন, মাদক নির্মূলে সকলের সচেতনতা জরুরি। মাদক ব্যবসায়ীরা যেন এলাকায় আর সক্রিয় হতে না পারে সেজন্য কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।










