
কুষ্টিয়ার খোকসা মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনা আফরোজ ইতিকে স্কুল ফাঁকি দেওয়ার অভিযোগে শোকজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম। তিনি জানান, ঘটনার সত্যতা প্রমাণ পাওয়ায় অভিযুক্ত ওই শিক্ষককে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে আপনাকে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কিংবা ওই দিনের বেতন কেন কর্তন করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।
জানা যায়, গত ১৪’ জুলাই সোমবার সকাল ৯ টায় মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনান্য শিক্ষকরা যথাসময়ে স্কুলে আসলেও সহকারী শিক্ষক শাহিনা আফরোজ ইতি স্কুলে আসেন নি। স্থানীয় প্রভাব খাটিয়ে সরকারি নিয়ম অমান্য করেন তিনি। সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের সময়সূচি সকাল ৯ টা থেকে ৪ টা ১৫ মিনিট পর্যন্ত। অথচ তিনি প্রায়ই স্কুলে আসেন দেড়িতে যান ৪ টার আগেই। এই নিয়ম মানে না ওই শিক্ষক। এযেন তার নিত্যদিনের ঘটনা।এদিকে অভিযুক্ত ওই সহকারী শিক্ষক শাহিনা আফরোজ ইতির বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ রয়েছে এই প্রতিবেদকের কাছে। স্থানীয় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। বিষয়টি নিয়ে এলাকাবাসীর চাপা ক্ষোভ বিরাজ করছে।এলাকাবাসী জানান, তাদের কোমলমতি শিশুদের লেখাপড়ার সুষ্ঠ পরিবেশ চান এবং ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে বিষয়টি সম্পর্কে টেলিফোনে জানতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।এবিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, আমরা বিদ্যালয়ে গিয়ে ঘটনার সত্যতা প্রমাণ পাওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৩ কার্যদিবসের মধ্যে অভিযুক্ত ওই শিক্ষককে জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তুষ্টু না হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।










