
জামাল উদ্দীন :
কক্সবাজার উখিয়া ব্যাটলিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্ণেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি, বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন গত সোমবার ১৪ জুলাই ২০২৫ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) এবং সম্মানীত মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার পরিদর্শন উপলক্ষে আয়োজিত রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভায় তিনি অভিব্যাক্ত করেন যে, বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু সন্ত্রাশী গোষ্ঠি দেশের আইন-শৃঙ্খলা অবনতি করার জন্য দেশের বিভিন্ন স্থানে মাদক/ চোরাচালানী/গুম/খুন/অপহরণসহ নানাবিধ অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হচ্ছে। কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় এরুপ কোন ধরণের ঘটনা যেন না ঘটে সেক্ষেত্রে সকল আইন-শৃঙ্খলা বাহিনীকে বিশেষ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি, টহল তৎপরতা জোরদারসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে স্বশস্ত্র ডাকাত দলের আস্তানার উপস্থিতি নিশ্চিত করে, অদ্য ১৫ জুন ২০২৫ তারিখ আনুমানিক ১৮০০ ঘটিকায় লেঃ কর্ণেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি, অধিনায়ক, ৬৪ বিজিবি এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরসহ হ্নীলা বিওপি’র বিশেষ টহল দল কর্তৃক হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গহীন পাহাড়ের মধ্যে চিরুনি অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের আস্তানা থেকে গহীন বনে পালিয়ে যায়। বিজিবি টহল দল তাদের আস্তানা ঘেরাও করে এবং তল্লাশী অভিযান চালায়। তল্লাশীর মাধ্যমে বিজিবি টহলদল ডাকাত দলের লুকিয়ে রাখা নিম্নবর্ণিত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেঃ
১। বিদেশী রিভলবার-০১ টি।
২। বিদেশী রিভলবারের গুলি-২১ রাউন্ড।
৩। একনলা গাদা বন্দুক (লং ব্যারেল)-০১ টি।
৪। বন্দুকের ছড়া গুলি ০৩ রাউন্ড ও খালী খোসা-০৫ টি।
৫। এলজি গান-০১ টি
৬। পিস্তল ওয়ান শুটার-০১ টি
৭। রাইফেলের গুলি-১৪ রাউন্ড।
৮। ক্রিচ (লং বডি)-০১ টি।
৯। রামদা (লং বডি)-০২ টি।
প্রসংগত রঙ্গীখালীতে মাদক চোরাকারবারী, ডাকাত, অপহরণকারী, গুমকারী অপরাধীরা গহীন পাহাড়ে বনের ভিতর আস্তানা গেড়ে লুকিয়ে থাকে। বিজিবি এ ধরণের সাহসিকতার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২। এ ব্যাপারে উদ্ধারকৃত মালিকবিহীন অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা করার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৩। উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। উখিয়া ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে










