২০২৪ সালের জুলাই-আগস্ট মাসব্যাপী চলমান ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামী এক মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান আয়োজন করেছে।
রবিবার (১৩ জুলাই ২০২৫), উপজেলার জামায়াত কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয় এবং আহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা আমির মো. জাকির হোসাইন।
প্রধান আলোচক ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মো. ফজলুল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্য কাজী মাওলানা হারুন অর রশিদ।
সভায় জানানো হয়, ভোলা জেলায় শহীদ হওয়া ৪৬ জন শহীদের পরিবারকে প্রতিজনকে ২ লাখ ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।
এছাড়া গুরুতর আহত মহিউদ্দিনকে ১ লাখ ৮০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
১৩ জুলাইয়ের অনুষ্ঠানে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার ১০ শহীদ পরিবারের মধ্যে লিজা, ইয়াসিন, সোহেল, শাহীন, শাহজাহান, জামাল, নাহিদ, জাকির, রিয়াজ ও সুজন—প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
তাছাড়া আহত মহিউদ্দিন, আবদুর রহিম ও মাসুম বিল্লাহর পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং তাঁদের শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আমির অধ্যাপক মো. মাসুদুর রহমান, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, নায়েবে আমির মাওলানা শফিউল্লাহ এবং ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,“এই শহীদ ও আহতদের আত্মত্যাগ যেন জাতি ভুলে না যায়। আমরা চাই, তাঁদের পরিবার যেন সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শহীদ ও আহতদের পরিবারের পাশে থেকে মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।










