
মোরশেদ আলম: রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নৃশংসভাবে খুন হওয়া ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার দুই আসামিকে নেত্রকোনার দুর্গাপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও নেত্রকোনা জেলা পুলিশের যৌথ অভিযানে দুর্গাপুর পৌরশহরের চায়না মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
পুলিশ সুপার জানান, শনিবার রাত সাড়ে ৪টার দিকে চায়না মোড়ে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে সহযোগিতা করে দুর্গাপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত দুই আসামি হলেন—সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী। তাঁরা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টুনারচর এলাকার মৃত ইউনুস ব্যাপারীর ছেলে।
মামলার এজাহারে রাজীবকে ১০ নম্বর এবং সজীবকে ৭ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে
ভিউ: ৪৪৯










