স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি কুয়াকাটার মুসুল্লিয়াবাদ-খানাবাদ কলেজ সড়ক; শিক্ষার্থী ও এলাকাবাসীর চরম ভোগান্তি
Spread the love

মোঃ তরিকুল ইসলাম মোল্লা, কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও পটুয়াখালীর কুয়াকাটা এলাকার মুসুল্লিয়াবাদ থেকে খানাবাদ কলেজ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি এখনো পাকা হয়নি। উপকূলীয় অঞ্চলের এই সড়কটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে হাঁটুসমান কাদা আর শুকনো মৌসুমে ধুলার রাজ্যে পরিণত হয়। ফলে প্রতিদিন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের নানাবিধ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কুয়াকাটা পৌরসভার লাগোয়া লতাচাপলী ইউনিয়নের দিয়ার আমখোলা রাস্তা নামক এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী যাতায়াত করে। এই পথেই মুসুল্লিয়াবাদ এ.কে মাধ্যমিক বিদ্যালয়, ১২৪ নং পশ্চিম দিয়ার আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা যাওয়া-আসা করে। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের জন্য এটি হয়ে উঠেছে বিপজ্জনক ও কষ্টকর এক যাত্রা।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষাকালে রাস্তা চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়ে। শিক্ষার্থীদের হাঁটুসমান কাদা পেরিয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় অভিভাবকদের সন্তানদের কোলে নিয়েও যাতায়াত করতে দেখা যায়। শুধু শিক্ষার্থী নয়, রোগী পরিবহন, কৃষিপণ্য আনা-নেওয়া এবং ধর্মীয় প্রতিষ্ঠান জামে মসজিদে যাতায়াতসহ সব ক্ষেত্রেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মিশ্রিপাড়া, মুসুল্লিয়াবাদ, আজিমপুর, দিয়ার আমখোলা সহ আশপাশের গ্রামের শিক্ষার্থীদের এই রাস্তা দিয়ে যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠানে তাই স্থানীয়দের দীর্ঘদিনের দাবি রাস্তাটি পাকা করা হোক। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সোলেমান বলেন, নির্বাচনের সময় নেতারা এসে প্রতিশ্রুতি দেন ভোট দিলে রাস্তা পাকা করে দিবে। কিন্তু ভোট চলে গেলে আর খোঁজ থাকে না। এই রাস্তাটি আমাদের জীবনের অপরিহার্য অংশ। এখানে এক রাস্তায় ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং মসজিদ মিলিয়ে প্রায় ৫ টি প্রতিষ্ঠান রয়েছে। শত শত শিক্ষার্থী ও তিন-চারটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়েই যাতায়াত করে। বিশেষ করে বর্ষা এলেই দুর্ভোগের শেষ থাকে না। আমি সরকারের কাছে অনুরোধ করবো আমাদের এই রাস্তাটি দ্রুত পাকা করা হোক।

শিক্ষার্থীদের অভিভাবকরাও একই সুরে জানান, বর্ষা মৌসুমে সন্তানদের স্কুলে পাঠানো কঠিন হয়ে ওঠে। কাদায় পড়ে গিয়ে অনেক সময় তারা আহতও হয়।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ সাদিকুর রহমান বলেন, অনেক গুরুত্বপূর্ণ সড়ক এখনো কাঁচা রয়েছে, যেগুলো পাকা করা জরুরি। কিন্তু বরাদ্দের অভাবে আমরা সেই কাজ করতে পারছি না। তবে নতুন প্রকল্প আসার সম্ভাবনা রয়েছে। বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে এসব সড়ক পাকা করার উদ্যোগ নেওয়া হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটিয়ে দ্রুত সময়ের মধ্যেই মুসুল্লিয়াবাদ থেকে খানাবাদ কলেজ পর্যন্ত সড়কটি পাকা করা হক। যাতে ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31