
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)-এর বিভাগীয় কার্যালয় ও বিভাগীয় গবেষণাগার উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা। শনিবার (১২ জুলাই ২০২৫) নগরীর মাসকান্দায় এ কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
উদ্বোধন শেষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহাপরিচালক ড. সামিয়া সুলতানা। তিনি বলেন, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় ও গবেষণাগার থেকে কৃষকদের জন্য মাটি পরীক্ষা, তথ্য সংগ্রহ, মৃত্তিকা ডাটাবেইস তৈরি, এবং সয়েল সার্ভে কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হবে।এসময় তিনি মাঠ পর্যায়ে বিজ্ঞানীদের নিবিড় কৃষক সেবা ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষি উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, আমাদের সেবা হতে হবে মানসম্পন্ন ও ফলপ্রসূ। এই প্রতিষ্ঠানের কাজের মাধ্যমে আমাদের সক্ষমতা প্রমাণ করতে হবে। দেশের কৃষি মাটির ওপর দাঁড়িয়ে আছে, সেই কারণে মৃত্তিকা বিভাগ ও কৃষি বিভাগের সম্মিলিত প্রয়াসে দেশের কৃষির উন্নয়ন সম্ভব।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এসআরডিআই-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শওকতুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসআরডিআই ঢাকার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, কেন্দ্রীয় গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ জয়নাল আবেদিন, কৃষি বিপণন অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক (উপসচিব) আফরোজা বেগম পারুল, জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. রুবিনা ইয়াসমিন, এবং ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোণা আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুখলেছুর রহমান, বিভাগীয় গবেষণাগার ময়মনসিংহের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, জামালপুর গবেষণাগারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রাফেজা বেগম, মোঃ জুনেদ মিয়া, সালমা আক্তার, সুমনা রাণী রায়, মোঃ আবুল বাশার, মোঃ লুৎফল হাসান, নাসির উদ্দীন ও ফারজানা আক্তারসহ অধীনস্থ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অফিস প্রাঙ্গণে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনের কার্যক্রম শেষ হয়










