
মোঃ আব্দুর রহমান (হেলাল): ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এবং পাশ্ববর্তী দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিনের অবহেলিত একটি কাঁচা রাস্তা সংস্কারের দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার (১১ জুলাই ২০২৫) জুমার নামাজের পর শত শত মানুষ রাস্তার কাদামাটিতে ধান রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানান। পরে বাবলু মাঝির দোকান থেকে ছোট মানিকা ফাজিল মাদ্রাসা পর্যন্ত মানববন্ধনে অংশ নেন স্থানীয়রা।
দীর্ঘদিন সংস্কারবিহীন এই রাস্তাটি বর্ষায় কাদা আর শুকনো মৌসুমে ধুলায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে করে বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।
কুতুবা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মুফতি নূরুল করিম বলেন, “এই রাস্তার অবস্থা এতটাই করুণ যে বড় কোনো দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স পৌঁছাতেও পারবে না।”
ছোট মানিকা ফাজিল মাদ্রাসার শিক্ষক আশরাফ ফারুক বলেন, “প্রতিদিন শিক্ষার্থীদেরকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এটি কোনোভাবেই উন্নয়নের প্রতিচ্ছবি হতে পারে না।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জয়নগর ইউনিয়ন জামায়াত সভাপতি ডা. নিরব, সমাজসেবক কাশেম মেলেটারী, শিক্ষক আনোয়ার হোসেন, হাফেজ মাওলানা হাসান শরীফ, মাওলানা ইউনুস, স্থানীয় ইমাম, মাদ্রাসা প্রতিনিধি, কৃষক, রিকশাচালক, শ্রমিক ও যুবসমাজের সদস্যরা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাস্তাটির কিছু অংশ জলাশয়ে পরিণত হওয়ায় তারা প্রতীকীভাবে ধান রোপণের উদ্যোগ নেন, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানু-উজ্জামান বলেন, “আমি বিষয়টি অবগত আছি। জনসাধারণের ভোগান্তি লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে রাস্তা পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে।”










