
ঢাকার মিটফোর্ড এলাকায় যুবদলের নেতাকর্মীদের allegedly (অভিযুক্ত) পাথর ছোড়ার ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে ভোলার খলিফা পট্টি চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা উত্তর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পেশাজীবী, শ্রমজীবী, সামাজিক সংগঠন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে।
সমাবেশে বক্তারা “বিএনসির মহাগুন, পাথর মেরে মানুষ খুন”—এমন স্লোগানে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইসলামী আন্দোলন ভোলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক বলেন, ” এভাবে একজন নিরীহ মানুষকে হত্যা করার ঘটনা মানবতাবিরোধী অপরাধ। এ ঘটনার পেছনে যারা জড়িত, তাদের দ্রুত বিচার দাবি করছি।”
ইসলামী যুব আন্দোলনের নেতা জাফর বলেন, “রাজনীতির নামে সন্ত্রাস ও হিংস্রতা দেশের জন্য অশুভ সংকেত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও বক্তব্য রাখেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, যাতে অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় বা ছাড় না দেওয়া হয়।










