
এম এস শ্রাবণ মাহমুদ, রিপোর্টার: রাঙামাটি: টানা তিনদিনের ভারী বর্ষণে রাঙামাটির মাইনী-লংগদু যাওয়ার একমাত্র যান চলাচলের সড়ক পানির নিচে তলিয়ে গেছে। খাগড়াছড়ি-দীঘিনালা হয়ে রাঙামাটির গুরুত্বপূর্ণ এই রুটটি বর্তমানে অচল হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) সরেজমিনে জানা যায়, টানা বৃষ্টিতে শুধুমাত্র সড়কই নয়, বরং রাস্তাঘাট, বসতবাড়ি, দোকানপাট পর্যন্ত প্লাবিত হয়েছে। বিশেষ করে ছোট মেরুং বাজারে পানি ঢুকে পড়ায় দোকানদার ও ক্রেতা—উভয়ের জন্যই চরম বিপর্যয় সৃষ্টি হয়েছে। ব্যবসার মালামাল পানিতে ভিজে নষ্ট হচ্ছে, অনেকেই দোকান ছেড়ে মালামাল সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় বাসিন্দা ও সমাজসেবক মাওলানা রায়হান আল বাশার জানান, “যদি এভাবে বৃষ্টি চলতে থাকে, তবে প্রতিটি ব্যবসায়ীকে দোকান খালি করে অন্যত্র চলে যেতে হবে। মানুষ পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, পাহাড় ধসের শঙ্কাও বাড়ছে।” এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে পাহাড়ি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয়রা দ্রুত পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের কার্যকর উদ্যোগ এবং উদ্ধার সহায়তা দাবি করেছেন।










