কমরেড অণিমা সিংহের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত
Spread the love

মোরশেদ আলম: বাংলাদেশের কৃষক আন্দোলনের অন্যতম বিপ্লবী নারী নেত্রী, ব্রিটিশ বিরোধী সংগ্রামী, মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের বিপ্লবী নেত্রী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ কৃষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা কমরেড অণিমা সিংহের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা পালন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে (১জুলাই) দুর্গাপুর কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হল রুমে বাংলাদেশ কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে কমরেড অণিমা সিংহ স্মরণ সভায় বাংলাদেশ কৃষক সমিতি দূর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আঃ মালেক সরকার এর সভাপতিত্বে ও
উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, মণি সিংহ ও অণিমা সিংহের একমাত্র সুযোগ্য সন্তান কমরেড ডা. দিবালোক সিংহ।

আরো আলোচনা করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, উপজেলা সিপিবি উপজেলা সম্পাদক রুপন কুমার সরকার রুপক, উদীচী উপজেলা সভাপতি শামছুল আলম খান,আদিবাসী ইউনিয়নের নেত্রকোনা জেলা কমিটির সভাপতি নিরন্তর বনোয়ারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিমউদ্দিন, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, নারী নেত্রী তাসলিমা বেগম, বীর মুক্তিযোদ্ধার সন্তান বিদ্যুৎ সরকার প্রমুখ।

সভায় বক্তাগণ কমরেড অণিমা সিংহের আদর্শ ও চেতনা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে সকলের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, ১৯৮০ সালের ২৯ জুন সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে তিনি অজ্ঞান হয়ে যান। এই অবস্থায় ১৯৮০ সালের ১ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংগ্রামী নেতা, নারী আন্দোলনসহ সমাজতান্ত্রিক আন্দোলনের বীর যোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড অনিমা সিংহ ছিলেন সিপিবি’র সাবেক সভাপতি কমরেড মণি সিংহের সহধর্মিনী। তাঁর একমাত্র সন্তান ডা. দিবালোক সিংহ সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য।
তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন কেন্দ্রীয় নেতা কমরেড ডা. দিবালোক সিংহ, সিপিবি দূর্গাপুর উপজেলা কমিটি, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31