
জামাল উদ্দীন: কক্সবাজার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার হচ্ছে মর্মে সংবাদ পাওয়া যায়। ফলশ্রুতিতে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় টহল তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় ৩০ জুন আনুমানিক ০৭৪৫ ঘটিকায় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী মিনি বাস (ঝিনুক পরিবহন) শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবির সদস্যগণ কর্তৃক তল্লাশীর জন্য থামানো হয়। বিজিবি টহল দল কর্তৃক তল্লাশীকালে আরোহী নুর আলম (৪৫), পিতা-মৃত শহর মুল্লুক, গ্রাম-আলিয়াবাদ, ৪নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, ডাক ও থানা-টেকনাফ মডেল ও জেলা-কক্সবাজারের নিকট রক্ষিত ২টি সাদর রঙ্গের বালতি (একটার মধ্যে আরএকটি) প্রথম বালতির ভিতরে ৩ টি যানবাহনের যন্ত্রাংশ এবং ভিতরের বালতির মধ্যে অভিনব কায়দায় লুকায়িত লাল রঙ্গের শপিং ব্যাগের মধ্যে ১ টি খাকী স্কষ্টটেপ দ্বারা মোড়ানো কালো পলির মধ্যে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা আটক করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, উল্লিখিত ইয়াবা মুচনি রোহিঙ্গা ক্যাম্প হতে ক্রয় করতঃ মহেষখালী, কক্সবাজার বেশী দামে বিক্রেয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করতঃ আটককৃত বিয়ার ও ধৃত আসামী উক্ত থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন নিশ্চিত করেছেন
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক
লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।










