
আলমডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে আলোচিত মাদক কারবারি মায়া খাতুন আটক। ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল ফোন উদ্ধার। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে আলোচিত মাদক কারবারি মায়া খাতুন (৩৮) আটক হয়েছে। রবিবার (২৯ জুন) রাত সাড়ে দশটার দিকে আলমডাঙ্গা স্টেশন পাড়ার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে মাদকসহ আটক করা হয়।
আলমডাঙ্গা আর্মি ক্যাম্পের কর্পোরাল মো. গোলাম রব্বানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুল ইসলাম নাবির নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল রবিবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্টেশন পাড়ার জাহাঙ্গীর আলম মন্টুর বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে মায়া খাতুনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়।
আটককৃত মায়া খাতুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, মায়া খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত এবং এলাকায় সে ‘আলোচিত’ একজন মাদক কারবারি হিসেবে পরিচিত। যৌথবাহিনীর এ অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।










