
তৌহিদ, মাগুরা:
মাগুরা জেলা পরিষদের ২০২৫ -২০২৬ অর্থ বছরের ১০৬ কোটি ৬৪ লক্ষ২৮ হাজার ৫ শত ৭৮ টাকা ৫৮ পয়সা আয় ব্যায় দেখিয়ে বাজেট পেশ করা হয়েছে। যা গত অর্থ বছরের চেয়ে ৫৬ কোটি ৭ লক্ষ ২৭ হাজার ৮ শত ৪২ টাকা ৪২ পয়সা বেশী। রবিবার ২৯ জুন বিকাল ৩.৩০ ঘটিকায় মাগুরা জেলা পরিষদ এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
বাজেট অধিবেশনে মূল বাজেট পেশ করেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। মূল বাজেট পেশ শেষে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বাজেট পর্যালোচনা করে প্রশাসকের নিকট বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে তাদের উত্থাপিত সমস্যা সমূহ শুনে উত্তর প্রদান করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম । অনুষ্ঠানে মাগুরা জেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা ছাড়াও জেলার সাধারন নাগরিকবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।










