নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনিতে ময়মনসিংহে সুশৃঙ্খল ও সম্প্রীতিমূলকভাবে রথযাত্রা মহোৎসব ২০২৫ সম্পন্ন
Spread the love

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা মহোৎসব ২০২৫ ময়মনসিংহে শান্তিপূর্ণ, বর্ণাঢ্য ও ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ জুন) দুপুর থেকে শুরু হওয়া এই মহোৎসবে নগরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। হাজারো ভক্ত-অনুসারী, দর্শনার্থী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রথযাত্রা পরিণত হয় এক জনসমুদ্রে।

রথযাত্রার মূল শোভাযাত্রা নগরীর কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গাঙ্গিনারপাড়, জিলা স্কুল মোড়, টাউন হল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। রথযাত্রা শুরুর আগে ছিল পূজা-অর্চনা, বিশেষ প্রার্থনা ও ধর্মীয় আলোচনার আয়োজন। দুপুর গড়াতে না গড়াতেই হাজারো ভক্ত রথ টানার জন্য জড়ো হন। রথ টানার সময় উপস্থিত জনস্রোতে ছিল উল্লাস, ঢাক-ঢোল, শঙ্খধ্বনি আর জয়জয়কার ধ্বনিতে মুখরিত শহরের রাজপথ।

উৎসবকে কেন্দ্র করে ময়মনসিংহে ছিল উচ্চমাত্রার নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী, অতিরিক্ত পুলিশ, র‍্যাব সদস্য এবং সাদা পোশাকের গোয়েন্দারা। এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে বসানো হয় সিসি ক্যামেরা, চালু ছিল কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং।

ময়মনসিংহের জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, “আমরা শুরু থেকেই এ উৎসব ঘিরে সতর্ক অবস্থানে ছিলাম। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সব ব্যবস্থা নেওয়া হয়। ধর্মীয় উৎসবের নিরাপত্তায় সবার সহযোগিতায় আমরা সফল হয়েছি।”

রথযাত্রা উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে বসে ধর্মীয় মেলা। মেলায় পাওয়া যায় মিষ্টান্ন, খেলনা, বই, পূজার সামগ্রীসহ নানা পসরা। মেলায় শিশু-কিশোরদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এছাড়া ছিল প্রসাদ বিতরণ, ধর্মীয় সংগীতানুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং ভক্তদের জন্য ধর্মীয় বক্তৃতা ও গীতাপাঠ।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ ভক্তবৃন্দ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে এ ধর্মীয় উৎসব আয়োজন করায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “সকল শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণ ও প্রশাসনের সহযোগিতা ছাড়া এত সুন্দর ও সফল আয়োজন সম্ভব হতো না।”

ময়মনসিংহে এবারের রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি হয়ে উঠেছিল ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ—সব ধর্মের মানুষ উৎসবে অংশ নিয়ে এক মানবিক আবহ তৈরি করেন।

সবমিলিয়ে, রথযাত্রা মহোৎসব ২০২৫ ছিল শান্তিপূর্ণ, মনোমুগ্ধকর ও উদাহরণস্বরূপ এক ধর্মীয় আয়োজন, যা ময়মনসিংহবাসীকে উপহার দিয়েছে আনন্দ, ঐক্য ও সম্প্রীতির এক চিত্র।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31