
এম. টুকু মাহমুদ,হরিণাকুণ্ডু শহরে প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলাতে বাইতুল মামুর জামে মসজিদ ও মক্তবে, অর্থ সহায়তা প্রদান করেন পার্শ্ববর্তী জেলা, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভদুয়া গ্রামের এম এ মান্নান রতন জমিদার। তিনি ঐশি ফাউন্ডেশনের সদস্যদের মাধ্যমে শুক্রবার ২৭ জুন জুম্মার নামাজ শেষে উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নের ভবানিপুর মোল্লাপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও মক্তবে এই অর্থ প্রদান করেন।
রতোন জমিদারের চাচা মো: টিপু জমিদার সাংবাদিকদের জানান, আমরা পুকুরে মাছ চাষ, খামারীদের খামার করে দেওয়া, অসুস্থদের অর্থ দেওয়া, মসজিদ মাদ্রাসা, এতিমখানা উন্নয়ন সহ বিভিন্ন ভালো কাজে এমন অনেক সহোযোগিতাই করে থাকি। আমাদের এই অর্থের মূল চাবিকাঠি মো: রতোন জমিদার।
এলাকার সচেতন মলহ বলছে, রতন জমিদার এবং ঐশি ফাউন্ডেশন এভাবেই প্রতিনিয়ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এক অন্ন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাছাড়া ভাল কাজের জন্য ব্যপক সমাদৃত কুড়িয়েছেন অসহায় ব্যাক্তিদের পাশে দাঁড়িয়ে।
বাইতুল মামুর জামে মসজিদ ও মক্তবের সভাপতি বসির মোল্লা জানান,২০২১ সালের ৭ই নভেম্বর বাইতুল মামুর জামে মসজিদটি স্থাপিত হয়। আমি বিশেষ তথ্য মারফৎ জানতে পারি রতন জমিদার বিভিন্ন সময়ে নিঃস্বার্থভাবে মসজিদ ও অসহায় ব্যাক্তিদের সহায়তা করে আসছেন। আমি তাহার সামাজিক যোগাযোগ মাধ্যম ভেরিফাইড পেজ (ফেসবুকে) রতন জমিদারের সাথে অনলাইনে কথা বলি।আমাদের মসজিদের বাকি কাজের চাহিদাটুকু তাকে জানায়। পরবর্তীতে তার প্রতিনিধিদের মাধ্যমে বড় অংকের অর্থদান করেন, আমাদের গ্রামের এই আল্লাহর ঘর ভবানিপুর মোল্লাপাড়া বাইতুল মামুর জামে মসজিদে।
এদিকে মোল্লাপাড়ার মুসল্লিরা তাদের দেওয়া এই অনুদান পেয়ে আনন্দিত। তাছাড়াও মুসল্লিরা এসময় রতন জমিদারের সার্বিক মজ্ঞল কামনা করেন।










