
মোঃ আসিফুজ্জামান আসিফ:
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা।
শুক্রবার সকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ড. মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা জানানো শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় শহীদদের স্মরণে।
শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও পাকিস্তানের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তবে ভারত ও আফগানিস্তান এতে অংশগ্রহণ করেনি।
শ্রদ্ধা নিবেদন শেষে ভুটানের গর্ভনর দাসো পেনজোর বলেন, “বাংলাদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাতে পেরে আমরা গর্বিত।”
এ সময় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।










