
মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কার্যালয় (অফিস) উদ্বোধন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার বম্বু ইউনিয়নে অবস্থিত নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এক দৃষ্টিনন্দন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনায় মুখর এক পরিবেশ লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বম্বু ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আসাদুল ইসলাম আসাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিস উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।
প্রধান অতিথি ডাঃ ফজলুর রহমান সাঈদ তার বক্তব্যে বলেন, এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে বম্বু ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল হবে ইনশাআল্লাহ। সংগঠনের শক্ত ভিত্তি গড়ে তুলতে একটি নিজস্ব কার্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই আমরা মানুষের মাঝে দাওয়াত, ন্যায় ও ইনসাফের বার্তা পৌঁছে দেব।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলাম, দেশ ও জনগণের কল্যাণে আমাদের এই পথচলা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়—এটি একটি আদর্শিক আন্দোলন। আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই, এই লক্ষ্যে বম্বু ইউনিয়ন থেকে শুরু করে জেলার প্রতিটি এলাকায় জামায়াতের কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে হবে।
তিনি আরও বলেন,এই অফিস যেন দাওয়াতি, রাজনৈতিক ও সামাজিক কাজের প্রাণকেন্দ্র হয়ে ওঠে, সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহ যেন আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কবুল করেন এবং সবাইকে ইসলামের পথে দৃঢ় থাকার তাওফিক দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইমরান হোসাইন,নায়েবে আমীর মাওলানা মোঃ সাইফুল ইসলাম,
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ জয়নাল আবেদীন।
আরও উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব,উপজেলা জামায়াতের মজলিসে শূরার সদস্য মোঃ ফেরদৌস হোসেন, বম্বু ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডাঃ মোঃ আশরাফ আলী সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথির নেতৃত্বে দেশ,জাতি, উম্মাহ ও জামায়াতের সফলতা কামনায় এক হৃদয়গ্রাহী দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।










