উলিপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি মেলা-২০২৫ অনুষ্ঠিত
Spread the love

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

উলিপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি মেলা-২০২৫ অনুষ্ঠিত

কন্দাল ফসল চাষে সফলতা পাচ্ছেন কৃষকরা: প্রধান অতিথি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘কৃষি মেলা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন ২০২৫) বিকাল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রাম। তিনি বলেন, “বর্তমানে দেশে খাদ্য নিরাপত্তা ও পুষ্টির জন্য কন্দাল ফসল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকরা এখন ধানের পাশাপাশি পানি কচু, মিষ্টি আলু, শালকসহ নানা রকম কন্দাল ফসল চাষ করে অধিক লাভবান হচ্ছেন। সরকারের সহায়তা ও আধুনিক কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয়ন কুমার সাহা, উপজেলা নির্বাহী অফিসার, উলিপুর। তিনি বলেন, “কৃষির উন্নয়ন ছাড়া কোনো দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আমাদের উচিত কৃষকদের পাশে দাঁড়ানো এবং নতুন প্রযুক্তির সঙ্গে তাদের পরিচিত করে তোলা। এই ধরনের মেলা কৃষকদের উদ্ভাবনী শক্তি ও উৎসাহ বাড়িয়ে দেয়।”
স্বাগত বক্তব্য দেন কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন, উপজেলা কৃষি অফিসার, উলিপুর। মেলার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাসুদ রানা এবং গীতাপাঠ করেন নুকুল কুমার বর্মন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আপরুজা পারভিন রিপা।
মেলায় অংশগ্রহণকারী কৃষকদের বাস্তব অভিজ্ঞতা অনেককে অনুপ্রাণিত করে। কৃষক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “ধান চাষে যে পরিমাণ খরচ হয়, তার চেয়ে অনেক কম খরচে আমি পানি কচু চাষ করে এবার প্রায় ৩ লাখ টাকার কচু বিক্রি করতে পেরেছি। এটা আমার জীবনে বড় সাফল্য।” অন্য এক কৃষক মোস্তফা কামাল বলেন, “আমাদের পরিবারে আগে পুষ্টির অভাব ছিল। এখন শাকসবজি চাষ করে আমরা সেই ঘাটতি কাটিয়ে উঠেছি।”
মৎস্য কর্মকর্তা শামিমা আক্তার বলেন, “কৃষি ও মৎস্য খাত একসঙ্গে এগিয়ে গেলে পল্লী সমাজের অর্থ সামাজিক অবস্থার টেকসই উন্নয়ন সম্ভব।”
মেলায় কন্দাল ফসল উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিয়ে বিভিন্ন স্টল ছিল। কৃষকদের সরাসরি পরামর্শ, প্রদর্শনী এবং উদ্ভাবনী কার্যক্রমের সমন্বয়ে মেলাটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মোহাম্মদ হায়দার আলী মিয়া, সদস্য সচিব, উলিপুর উপজেলা বিএনপি,
কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন, উপজেলা কৃষি অফিসার, উলিপুর,আপরুজা পারভিন রিপা, উপসহকারী কৃষি কর্মকর্তা,মাসুদ রানা,নুকুল কুমার বর্মন, জাহিদুল ইসলাম জাহিদ, মোস্তফা কামাল,
শামিমা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা, মো. আসাদুজ্জামান উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষিবিদ মোশাররফ হোসেন, মোঃ রেবা বেগম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, শামীমা আক্তার,আব্দুর রহমান, আব্দুল্লাহ আল মামুন,
রাকিবুল হাসান, বৈষম বিরোধী ছাত্র আন্দোলন, এছাড়াও রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31