
মোঃ রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য একটি সুপেয় পানির ডিসপেন্সার স্থাপন করেছে। বুধবার (২৫ জুন) বিকেলে কুলাউড়া সরকারি কলেজ শাখা এই উদ্যোগের উদ্বোধন করে।
কলেজ শাখার সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু সাইদ লাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সভাপতি নিজাম উদ্দিন। তিনি বলেন, এই কলেজে সুপেয় পানির তীব্র সংকট ছিল এবং ছাত্রশিবিরের এই উদ্যোগ প্রশংসনীয়। তিনি অন্যান্য ছাত্র সংগঠনগুলোকেও এমন জনকল্যাণমূলক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আতিকুর রহমান তারেক, আবু বকর মো. শিপন, কামরান চৌধুরী, তিহান তালুকদার, সায়েফ আহমদ সহ প্রমুখ সাবেক ছাত্রনেতা ও নেতৃবৃন্দ।










