
আবুল কালাম আজাদ,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
বুধবার ২৫ জুন ২০২৫, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা না হলে মানুষের টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তাই আসুন আমরা সবাই মিলে পরিবেশ রক্ষায় সচেতন হই, প্রতিদিন অন্তত একটি গাছ লাগাই।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। তিনি বলেন, “পরিবেশ সংরক্ষণ শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বিষয়ক সচেতনতা গড়ে তুললে আগামীর প্রজন্ম একটি সবুজ ভবিষ্যত উপহার পাবে।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদ আহ্মদ (যুগ্ম-সচিব), মহাপরিচালক, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, ময়মনসিংহ। তিনি বলেন, “প্রাথমিক স্তর থেকেই পরিবেশবান্ধব শিক্ষা ও অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম জোরদার করতে হবে।”
অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরিবেশবান্ধব জীবনযাত্রা ও টেকসই উন্নয়নের আহ্বানে মুখর ছিল পুরো মিলনায়তন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা মিলনায়তন প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।










