
– মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা। বুধবার (২৫ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। মেলায় দামুড়হুদা উপজেলার বিভিন্ন প্রান্তের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন এবং তাদের উৎপাদিত দেশীয় ফলের পসরা সাজিয়ে তুলেছেন স্টলগুলো। মেলায় আম, লিচু, কাঁঠাল, পেয়ারা, তাল, জামরুল, কলাসহ নানা ধরনের সুস্বাদু দেশীয় ফল প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। পুরো মেলাজুড়ে দেশি ফলের ঘ্রাণ ও রঙিন উপস্থিতি দর্শনার্থীদের মুগ্ধ করছে। মেলা চলবে ২৫ জুন থেকে ২৭ জুন পর্যন্ত। এই আয়োজনে উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। এই ধরনের উদ্যোগ দেশের কৃষি ও ফল উৎপাদনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।










