
প্রতিনিধিঃ- মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুর সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় ট্রাফিক কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের দায়িত্ব পালনকারী রোভার স্কাউট সদস্যদের,বাংলাদেশ স্কাউট এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
২৪ জুন(মঙ্গলবার) দুপুর ১২ সময়,পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে উক্ত সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিরোজপুর পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ রফিকুল ইসলাম। বাংলাদেশ স্কাউটস রোভার পিরোজপুর জেলা শাখার সম্পাদক মোঃ সানাউল্লাহ।
এ সময় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় ট্রাফিক কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের দায়িত্ব পালনকারী রোভার স্কাউট সদস্যদের বিশেষভাবে ধন্যবাদ জানান। পরিশেষে ৩৭ জন রোভার স্কাউট সদস্যদের মাঝে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।










